.. | ||
README.md |
আপনার টার্মিনাল এর জন্য একটি সহজ, প্রচণ্ড দ্রুত এবং অশেষভাবে কাস্টমাইজ করার মতো সুবিধাসম্পন্ন একটি প্রম্প্ট!
- দ্রুত: দ্রুত - সত্যি সত্যিই অনেক দ্রুত! 🚀
- কাস্টমাইজ করার সুবিধা: প্রম্পটের প্রতিটি দিক কনফিগ করুন মন মত ।
- ব্যতিক্রমহীন: যেকোনো অপারেটিং সিস্টেম ও শেলে কাজ করে ।
- চালাক: এক নজরে দরকারি সকল তথ্য দেখা যায় ।
- ফিচার সমৃদ্ধ: আপনার প্রিয় সকল টুল ব্যবহার করতে পারবেন ।
- সহজ: অনায়াসে ইন্সটল করুন – মিনিটের মধ্যে ব্যবহার শুরু করে দিন ।
Starship এর ডকুমেন্টেশন ঘুরে দেখুন ▶
🚀 ইন্সটল
পূর্বশর্ত
- আপনার থেকে টার্মিনালে একটি Nerd Font ব্যবহার করতে হবে (উদাহরণস্বরূপ আপনি FiraCode Nerd Font টি ব্যবহার করতে পারেন) ।
ধাপ ১. Starship ইন্সটল করুন
ইনস্টলেশন নির্দেশিকা দেখতে নিচের তালিকা থেকে আপনার অপারেটিং সিস্টেম বাছাই করুন:
অ্যান্ড্রয়েড
নিম্নলিখিত প্যাকেজ ম্যানেজার গুলোর মধ্যে থেকে যেকোনো একটি ব্যবহার করে Starship ইন্সটল করুন:
রিপোজিটরি | নির্দেশাবলী |
---|---|
Termux | pkg install starship |
বিএসডি
নিম্নলিখিত প্যাকেজ ম্যানেজার গুলোর মধ্যে থেকে যেকোনো একটি ব্যবহার করে Starship ইন্সটল করুন:
ডিস্ট্রিবিউশন | রিপোজিটরি | নির্দেশাবলী |
---|---|---|
যেকোনো | crates.io | cargo install starship --locked |
FreeBSD | FreshPorts | pkg install starship |
NetBSD | pkgsrc | pkgin install starship |
লিনাক্স
আপনার সিস্টেম এর জন্য লেটেস্ট সংস্করণটি ইন্সটল করুন:
curl -sS https://starship.rs/install.sh | sh
অথবা, নিম্নলিখিত প্যাকেজ ম্যানেজার গুলোর মধ্যে থেকে যেকোনো একটি ব্যবহার করে Starship ইন্সটল করুন:
ডিস্ট্রিবিউশন | রিপোজিটরি | নির্দেশাবলী |
---|---|---|
যেকোনো | crates.io | cargo install starship --locked |
যেকোনো | conda-forge | conda install -c conda-forge starship |
যেকোনো | Linuxbrew | brew install starship |
Alpine Linux 3.13+ | Alpine Linux Packages | apk add starship |
Arch Linux | Arch Linux Extra | pacman -S starship |
CentOS 7+ | Copr | dnf copr enable atim/starship dnf install starship |
Gentoo | Gentoo Packages | emerge app-shells/starship |
Manjaro | pacman -S starship |
|
NixOS | nixpkgs | nix-env -iA nixpkgs.starship |
Void Linux | Void Linux Packages | xbps-install -S starship |
ম্যাক ওএস
আপনার সিস্টেম এর জন্য লেটেস্ট সংস্করণটি ইন্সটল করুন:
curl -sS https://starship.rs/install.sh | sh
অথবা, নিম্নলিখিত প্যাকেজ ম্যানেজার গুলোর মধ্যে থেকে যেকোনো একটি ব্যবহার করে Starship ইন্সটল করুন:
রিপোজিটরি | নির্দেশাবলী |
---|---|
crates.io | cargo install starship --locked |
conda-forge | conda install -c conda-forge starship |
Homebrew | brew install starship |
MacPorts | port install starship |
উইন্ডোজ
আপনার সিস্টেম এর জন্য লেটেস্ট সংস্করণটি রিলিজ সেকশনে থাকা MSI-ইন্সটলার ব্যবহার করে ইন্সটল করুন ।
নিম্নলিখিত প্যাকেজ ম্যানেজার গুলোর মধ্যে থেকে যেকোনো একটি ব্যবহার করে Starship ইন্সটল করুন:
রিপোজিটরি | নির্দেশাবলী |
---|---|
crates.io | cargo install starship --locked |
Chocolatey | choco install starship |
conda-forge | conda install -c conda-forge starship |
Scoop | scoop install starship |
winget | winget install --id Starship.Starship |
ধাপ ২. Starship ব্যবহার করার জন্য আপনার শেল প্রস্তুত করুন
Starship চালু করতে আপনার শেল কে ঠিক মতো কনফিগার করুন । নিম্নলিখিত তালিকা থেকে আপনার শেল বাছাই করুন:
Bash
~/.bashrc
এর শেষে নিম্নলিখিত লাইন টি যোগ করুন:
eval "$(starship init bash)"
Cmd
আপনাকে Cmd এর সাথে Clink (v1.2.30+) ব্যবহার করতে হবে । %LocalAppData%\clink\starship.lua
ফাইল টি তৈরি করে তার মধ্যে নিম্নলিখিত লাইন টি যোগ করুন:
load(io.popen('starship init cmd'):read("*a"))()
Elvish
~/.elvish/rc.elv
এর শেষে নিম্নলিখিত লাইন টি যোগ করুন:
eval (starship init elvish)
বিঃদ্রঃ শুধুমাত্র Elvish v0.18+ কাজ করবে ।
Fish
~/.config/fish/config.fish
এর শেষে নিম্নলিখিত লাইন টি যোগ করুন:
starship init fish | source
Ion
~/.config/ion/initrc
এর শেষে নিম্নলিখিত লাইন টি যোগ করুন:
eval $(starship init ion)
Nushell
আপনার Nushell env ফাইলের (Nushell এ $nu.env-path
কমান্ডটি রান করে ফাইলটি খুঁজে বের করুন) শেষে নিম্নলিখিত লাইনগুলি যোগ করুন:
mkdir ~/.cache/starship
starship init nu | save -f ~/.cache/starship/init.nu
এরপর আপনার Nushell কনফিগের (Nushell এ $nu.config-path
কমান্ডটি রান করে ফাইলটি খুঁজে বের করুন) শেষে নিম্নলিখিত লাইনটি যোগ করুন:
use ~/.cache/starship/init.nu
বিঃদ্রঃ শুধুমাত্র Nushell v0.78+ কাজ করবে ।
PowerShell
আপনার PowerShell কনফিগের (PowerShell এ $PROFILE
কমান্ডটি রান করে ফাইলটি খুঁজে বের করুন) শেষে নিম্নলিখিত লাইনটি যোগ করুন:
Invoke-Expression (&starship init powershell)
Tcsh
~/.tcshrc
এর শেষে নিম্নলিখিত লাইন টি যোগ করুন:
eval `starship init tcsh`
Xonsh
~/.xonshrc
এর শেষে নিম্নলিখিত লাইন টি যোগ করুন:
execx($(starship init xonsh))
Zsh
~/.zshrc
এর শেষে নিম্নলিখিত লাইন টি যোগ করুন:
eval "$(starship init zsh)"
ধাপ ৩. Starship কনফিগার করুন
নতুন একটি শেল চালু করুন, এরপর আপনি আপনার সুন্দর নতুন শেল প্রম্প্ট দেখতে পাবেন । পূর্ব নির্ধারিত কনফিগ যদি ভালো লেগে থাকে, তাহলে উপভোগ করুন!
আপনি যদি Starship কে নিজের মতো করে কাস্টমাইজ করতে চান:
-
কনফিগারেশন – আপনার নিজের ইচ্ছা মতো নিজের প্রম্প্টকে পরিবর্তন করতে শিখুন
-
অন্যদের তৈরি কনফিগ – অন্যদের তৈরি করা সুন্দর কনফিগ দেখে অনুপ্রাণিত হন
🤝 নিজে অবদান রাখুন
আমরা সবসময় সকল দক্ষতা স্তরের অবদানকারীদের খুঁজছি! আপনি যদি সহজ ভাবে এই প্রোজেক্টে অবদান রাখতে চান তাইলে "good first issue" গুলির সমাধান করার চেষ্টা করতে পারেন ।
আপনি যদি ইংরেজি ছাড়া অন্য কোন ভাষায় সাবলীল হন, তাহলে আপনি আমাদের ডকুমেন্টেশন অনুবাদে এবং আপ-টু-ডেট রাখতে সহায়তা করতে পারেন, আমরা খুবই কৃতজ্ঞ হব । যদি এক্ষেত্রে সাহায্য করতে চান, তাহলে Starship Crowdin পেইজ এ গিয়ে আপনার অনুবাদ গুলি যোগ করতে পারবেন ।
আপনি যদি Starship এ অবদান রাখতে আগ্রহী হন, অনুগ্রহ করে আমাদের অবদান রাখার নির্দেশিকা ও নিয়মকানুন দেখে নিবেন । এছাড়াও, নির্দ্বিধায় আমাদের Discord সার্ভারে এসে হাই বলে যান । 👋
💭 অনুপ্রেরণা
অনুগ্রহ করে Starship এর পূর্ববর্তী এইসব প্রোজেক্ট থেকে ঘুরে আসুন, যারা Starship তৈরিতে অনেক অনুপ্রেরণা দিয়েছে । 🙏
-
denysdovhan/spaceship-prompt – A ZSH prompt for astronauts.
-
denysdovhan/robbyrussell-node – Cross-shell robbyrussell theme written in JavaScript.
-
reujab/silver – A cross-shell customizable powerline-like prompt with icons.
❤️ স্পনসর
একজন স্পনসর হয়ে এই প্রোজেক্টটিকে আর্থিক ভাবে সহায়তা করুন । আপনার নাম অথবা লোগো নিম্নে দেখা যাবে আপনার ওয়েবসাইট এর লিঙ্ক সহ ।
সমর্থক স্তর
📝 লাইসেন্স
Copyright © 2019-present, Starship Contributors.
এই প্রোজেক্টটি ISC লাইসেন্সের অধিনে রয়েছে ।